আগের গুটিয়ে যাওয়ার পরিবর্তে এখন,
মুখের কাছে কোন রকম নড়াচড়া হলে
সে দিকে মুখ ঘুড়ে যায় এবং মুখ খুলে যায়.
এই সাড়া দেওয়াকে 'রুটিং রিফ্লেক্স' বলা হয়
এবং জন্মের পরেও এটা থেকে যায়,
যার সাহায্যে সদ্যজাত শিশু
মায়ের কাছে দুধ খাওয়ার সময়
মায়ের স্তন্যবৃন্ত খুঁজে পায়.