জন্মের আগে বিকাশের এই অধ্যায়কে
প্রস্তুতির সময় হিসেবে ধরা হয়
যে সময়ে বিকাশশীল মানুষটি
বহু অঙ্গবিন্যাস অর্জন করে,
এবং বহুরকম নৈপুণ্য অভ্যাস করে, যা জন্মের
পরে বেঁচে থাকার জন্য দরকার.
Chapter 2 Terminology
মানুষের ক্ষেত্রে গর্ভাবস্থা স্বাভাবিক
অবস্থায় মোটামুটি ৩৮ সপ্তাহের হয়, যা
অন্তঃসত্ত্বা হওয়া থেকে বা
গর্ভাধানের সময় থেকে জন্মানো পর্যন্ত মাপা হয়.
গর্ভাধানের পরে প্রথম ৮ সপ্তাহের
বিকাশশীল মানুষকে ভ্রূণ বলা হয়,
যার অর্থ হল "ভেতরে বিকশিত হচ্ছে."
এই সময়টিকে বলা হয় ভ্রূণ-সংক্রান্ত অধ্যায়,
যার বৈশিষ্ট্য হল, শরীরের অধিকাংশ প্রধান
শারীরিক তন্ত্র এই সময়ে গঠিত হয়.
৮ সপ্তাহের পর থেকে গর্ভাবস্থার শেষ হওয়া পর্যন্ত,
"বিকাশশীল মানুষকে গর্ভস্থ সন্তান বলা হয়,"
যার অর্থ হল "অজাত সন্তান."
এই সময়ে, যাকে বলা হয়
গর্ভস্থ সন্তান-সংক্রান্ত অধ্যায়,
শরীর বড় হতে থাকে এবং
ওর তন্ত্র কাজ করতে শুরু করে.
এই কর্মকান্ডে ভ্রূণসংক্রান্ত ও গর্ভস্থ
সন্তান-সংক্রান্ত সব অধ্যায়ের
সময়ই গর্ভাধান থেকে ধরা হয়.