৪ আর ৫ সপ্তাহের ভিতরে,
মস্তিষ্ক দ্রুত বিকশিত হতে থাকে
এবং ৫টি স্বতন্ত্র অংশে ভাগ হয়ে যায়.
ভ্রূণের সম্পূর্ণ আকারের প্রায় ১/৩ হল মাথা.
গুরুমস্তিষ্কসংক্রান্ত অর্ধ আবির্ভূত হয়,
এবং ক্রমে মস্তিষ্কের সবচেয়ে
বড় অংশ হয়ে ওঠে.
গুরুমস্তিষ্কসংক্রান্ত অর্ধ যে কাজগুলি নিয়ন্ত্রণ করে
তা হল ভাবনা, শিক্ষা,
স্মৃতি, কথা, দৃষ্টি,
শ্রুতি, স্বতঃস্ফূর্ত চলাফেরা,
এবং সমস্যার সমাধান করা.